ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন ও প্রফেসর শাহগির বখত ফারুক বলেন, ‘সাইফুর রহমান ছিলেন প্রবাসীদের কাছে এক আত্মবিশ্বাসের প্রতীক। তিনি দেখিয়েছিলেন কীভাবে প্রবাসীরাও অবদান দেশের অর্থনীতিতে যুক্ত হতে পারে।’
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বাদ জুমা মিলাদ ও দোয়া, এবং শিরনি বিতরণ। বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।